সোনাইমুড়ীতে বিএনপি মেয়র প্রার্থীর বাড়িতে গুলি : ককটেল বিস্ফোরণ : ভাংচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪২ এএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:১৯ এএম, ৭ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি দলীয় ধানের শীষের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মোতাহের হোসেন মানিক-এর বাড়িতে গুলি, ককটেল বিস্ফোরণ, প্রচার মাইক ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় মেয়রের গ্রামের বাড়ি রামপুরে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে তাৎক্ষণিক ধানের শীষ প্রতীকের প্রার্থী মানিক তার প্রতিক্রিয়ায় বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কিছু সন্ত্রাসী ১৫/১৬ টি মটরসাইকেল যোগে এসে প্রথমে আমার প্রচার মাইক ও গাড়ি ভাঙচুর করে। পরে বাড়িতে ডুকে এলোপাতাড়ি গুলি, কয়েকটি ককটের বিস্ফোরণ ঘটিয়ে বসতর ঘরের দরজা জানালা ভাঙচুর করে। আমি সোনাইমুড়ী পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র। বিগত ২০০৬ সালের ১৩ মার্চ নির্বাচনে আমার কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয় আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ভিপি নুরুল হক চৌধুরী, এরপর ২০১৩ সালে ৬ জুলাই নির্বাচনে আবারও তিনি আমার সাথে বিশাল ব্যবধানে পরাজিত হন। পৌরসভায় আমি ব্যাপক উন্নয়ন কাজ করেছি, জনগণের সাথে নিবিড় সর্ম্পক রয়েছে আমার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আবার আমি বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে জয়লাভ করবো ইন্শাল্লাহ। আমার এসব জনপ্রিয়তা দেখে মানুষের মনে ভীতি সঞ্চারের জন্যই আজকের এ হামলা। আমি রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের সকলকে বিষয়টি অবহিত করেছি। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই। উল্লেখ্য ২৬ হাজার ভোটার অধ্যুষিত সোনাইমুড়ী পৌরসভার নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারি হওয়ার কথা রয়েছে। এখানে মেয়র পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক চৌধুরী, বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র মোতাহের হোসেন মানিক ও স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম মোবাইল ফোন প্রতীকে নির্বাচন করছে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে ভোটারদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা রয়েছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জানান, মেয়রের বাড়িতে হামলার জেনে আমরা ঘটনাস্থলে গিয়েছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এঘটনায় মোতাহের হোসেন মানিক জানান, আমার পক্ষ থেকে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।