উখিয়ায় ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ১৫ অক্টোবর,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ২৬ অক্টোবর,শনিবার,২০২৪
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দুজন মাঝিকে (কমিউনিটি নেতা) কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৩ নাম্বার ক্যাম্পের ১৮ নাম্বার ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুস।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুসের ওপর হামলা চালায়। এ সময় মাঝিরা স্বেচ্ছাসেবকদের সঙ্গে ক্যাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছিলেন।
তিনি বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসপি ফারুক আরও জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, আলোচিত নবী হোসেন গ্রুপের জবুর নেতৃত্বাধীন লোকজনই এই দুই রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে।