পাঁচবিবিতে বিনামূল্যে কাঁচামাল ও পণ্য বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ এএম, ৩০ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৪০ পিএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪
জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় ক্ষুদ্র ব্যবসা ও সহায়তা প্রকল্পের ২২ জনের মাঝে বিনামূল্যে কাঁচামাল ও পণ্য বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সংস্থার হলরুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার সভানেত্রী রূপছানা বেগম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন। বিশেষ অতিথি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার নির্বাহী কর্মকর্তা সাঈদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক। আরও বক্তব্য রাখেন সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, সংস্থার কর্মকর্তা মাসুদ রানা, মশিউর রহমান, হরিলাম সরকার প্রমুখ। অনুষ্ঠানে ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সহায়তা লক্ষ্যে বিনামূল্যে কাঁচামাল ও পণ্য হিসেবে চাল, মশুর ডাল, সোয়াবিন তেল, চা-চিনি, আলুসহ বিভিন্ন শাকসবজি বিতরণ করা হয়।