কর্ণফুলীতে জাহাজডুবি, ভেসে উঠল নিখোঁজ ৪ জনের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ১৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৩৮ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ সাতজনের মধ্যে চারজনের লাশ নদীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোররাত থেকে বেলা একটা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে তাঁদের লাশ ভেসে উঠে।
মারা যাওয়া এই চারজন হলেন হলেন জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও ডক কর্মচারী রহমত আলী।
এর আগে গতকাল বুধবার রাতে ওই জাহাজের ডুবুরি মো. ফয়সাল চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। সব মিলিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
গত মঙ্গলবার রাত একটার দিকে র্যাংকন ওশেনা কোম্পানির মাছ ধরার জাহাজ এফবি মাগফেরাত সি–রিসোর্স নামের ডকইয়ার্ডে মেরামতের জন্য ওঠানোর সময় পাখা খুলে যায়। এ সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বয়া ও অন্যান্য জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।
সদরঘাট নৌ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এফভি মাগফেরাত জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন এসে তাঁদের লাশ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোহাম্মদ একরাম উল্লাহ আরও বলেন, নিখোঁজ অপর তিনজনের লাশের খোঁজ এখনো মেলেনি। তাঁদের লাশ ডুবন্ত জাহাজের কেবিনে আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।