দামুড়হুদা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ পিএম, ৯ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া সীমান্তে গুলিতে মুনতাজ হোসেন (৪০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুনতাজের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
গতকাল শনিবার (০৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সীমান্তের ৮২ নম্বর প্রধান খুঁটির বিপরীতে নদীয়া জেলার বিজয়পুর বিএসএফ ক্যাম্প নিয়ন্ত্রিত এলাকায় এ ঘটনা ঘটে।
মুনতাজ ছোট বলদিয়া গ্রামের স্কুলপাড়ার মো. নজরুল ইসলামের ছেলে। পেশায় তিনি গরু-মহিষ ব্যবসায়ী ছিলেন।
দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হজরত আলী জানান, মুনতাজ হোসেন শনিবার রাতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিজয়পুর এলাকায় যান। সেখান থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাঁকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেন। সকালে তা জানাজানি হলে তাঁর স্বজনসহ গ্রামবাসী লাশের অপেক্ষায় সীমান্তে অবস্থান করছেন।
একই কথা বলেন পারকৃষ্ণপুর-মদনা ইউপির চেয়ারম্যান জাকারিয়া আলম। তিনি বলেন, মুনতাজের লাশ নিজ দেশে ফেরত আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বিজিবিকে অনুরোধ করা হয়েছে।
৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘সীমান্তের ওপারে বাংলাদেশি নাগরিক মুনতাজ হোসেন নিহত হয়েছেন, এমন খবর আমিও শুনেছি। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে কেউ অভিযোগ করেননি। আবার বিএসএফের পক্ষ থেকে কর্মকর্তারা পরিষ্কারভাবে কিছুই জানাননি। পুরো ঘটনা জানতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। জানতে পারলে আপনাদের জানানো হবে।’