কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত : প্রতিবাদে ট্রাকে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৩ এএম, ২৯ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:৫১ এএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল আরোহী মাহি (১৫) নামের এক কিশোর নিহত ও তার আপন ভাই জামিল আহত হয়েছেন। নিহত কিশোর উপজেলা সদরের সাতুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। কালিহাতী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কালিহাতী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় কিশোর মাহি তার ভাই জামিলের সাথে মোটরসাইকেল যোগে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মাহির মৃত্যু হয়। এ ঘটনায় মাহির ভাই জামিল গুরতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ট্রাকে আগুন দিলে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।