বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী বালিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৭ এএম, ২৯ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:২৬ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ভোট কেন্দ্রে ঢুকে হামলা ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০-৫০ জনকে।
গত বুধবার রাতে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ঘেরাও করে হামলা ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় ঘটনার পরপর আটক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে গ্রেফতার দেখানো হয়েছে।
ইসমাইল বালি ছাড়া অন্যান্য আসামিরা হলেন- মো. সেলিম (৩৫), আবুল খায়ের (৩৩), আব্দুর রহমান সাদু (৫০), মো. ইব্রাহিম (৫২), আব্দুল কালাম (৪৩), মো. হোসেন (৩৭), মো. জাহেদ (৩৭), মো. মফিজুর রহমান (৪০), মো. আব্দুল জলিল রিপন (৩৮), আব্দুস সোবহান (২৮), সাইদুল হক শাহেদ (৩৮), মো. ইউসুফ (৫৬), শাহাদাত হোসেন নাবিল (২৪), মো. সাইফুল (৩৫), সরোয়ার ওয়াহিদ (৩০), মো. ইফতেখার ইকবাল নাদিম (২৮), মো. জসিম উদ্দিন (৪৭), আবু তৈয়ব (৩৩), আবুল খায়ের টুটুল (৩৬), মো. রুবেল (৩২), মো. আকিব জাবেদ (৩০), মো. জসিম (৩৫), প্রিন্স মারুফ (২৭)।
এর আগে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন চলাকালে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এছাড়া বেশ কয়েকটি ইভিএম মেশিন ভাঙচুর করা হয়।