আদমজী ইপিজেডে আ’লীগের দু সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ১০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ এএম, ২৯ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৩২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ঝুটসহ বিভিন্ন ব্যবসাকে কেন্দ্র করে আ’লীগের দু সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিহারী ক্যাম্পের পকেট গেটে এ ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানান, স্থানীয় কাউন্সিল ও যুবলীগের সভাপতি মতিউর রহমানের সমর্থক সন্ত্রাসী পানি আক্তার ও সাবেক কাউন্সিল ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সিরাজ মন্ডলের সন্ত্রাসী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আদমজী ইপিজেটে ব্যবসাকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। গুরুতর আহত মো. সজল (২৭), কাওসার আলম (২৮), মো. হেলাল (২৭) স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে এই দুই গ্রুপের মধ্যে আরও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে।