শাহেদের দুই মামলার চার্জ গঠন, শুনানি ২৪ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ এএম, ২৯ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:৩৫ এএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
অস্ত্র ও বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে সাতক্ষীরা আদালতে রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলার অভিযোগ গঠন হয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুল রহমান দুই মামলার চার্জ গঠন করেন। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুল রমানের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরার কোমরপুর সীমান্ত থেকে গ্রেফতার হন শাহেদ করিম। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুই হাজার ৩৩০ ভারতীয় রুপি জব্দ করা হয়। পরদিন র্যাব বাদী হয়ে সাতক্ষীরার দেবহাটা থানায় দুটি মামলা দায়ের করেন।
এক মাস ২৩ দিন পর ওই বছরের ৯ সেপ্টেম্বর সাতক্ষীরার আমলি আদালত-৭ এর বিচারক রাজীব কুমার রায়ের কাছে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উপ-পরিদর্শক রেজাউল ইসলাম।