পুলিশের লাঠি চার্জে আহত ৩
হাজীগঞ্জে পুলিশের বাঁধা উপেক্ষা করে ধানের শীষের গণসংযোগ, পুলিশের লাঠি চার্জে আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৭ পিএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৫২ পিএম, ১৫ নভেম্বর,শুক্রবার,২০২৪
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল মান্নান খানের পক্ষে হাজীগঞ্জ বাজারে পুলিশের বাঁধা উপেক্ষা করে গণসংযোগ করেছে হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারীর নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠন।
আজ বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারে ধানের শীষের প্রতীকে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। বিএনপির ধানের শীষের গণসংযোগ টিম পূর্ব বাজার থেকে গণসংযোগ শুরু করে পশ্চিম বাজার থেকে পুনরায় পূর্ববাজার যাওয়ার পথে পুলিশ গণসংযোগের মিছিলে বাঁধা দেয়। পুলিশ বিনা উস্কানিতে যুবদল ও ছাত্রদল নেতাদের উপর লাঠিচার্জ শুরু করে।
পুলিশের লাঠিচার্জে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লাহ মাহমুদ হোসেন, যুবদল নেতা সাখাওয়াত’সহ ৩জন আহত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারি সংবাদকর্মীদের জানান, পুলিশ বিনা উস্কানিতে আমাদের গণসংযোগে বাঁধা দেয়। এটা অগণতান্ত্রিক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি জানান, পুলিশ কারো গণসংযোগে বাঁধা দেয়নি, রাস্তায় জ্যাম পড়ায় পুলিশ রাস্তা পরিস্কার করছিলো।
গণসংযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, নেতা আবুল কাশেম মনির ভূইয়া, দুলাল ভূইয়া, সিদ্দিক, ইকবাল তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান সোহেল, ফয়েজ আহমেদ, সাখাওয়াত হোসেন, মেরাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু, জহিরুল ইসলাম, মিজান হালিম, উপজেলা ছাত্রদল নেতা হান্নান তালুকদার, ছাত্রদল নেতা রইফুল ইসলাম, মেহেদি হাসান, মামুন তালুকদার, সাকিব, রেদোয়ান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।