ত্রাস সৃষ্টি করে গাবতলী পৌর নির্বাচনে জয়ী হতে ষড়যন্ত্র চালাচ্ছে আওয়ামীলীগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৮ পিএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:২২ পিএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার গাবতলী পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অব্যাহত সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ তুলেছেন ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র সাইফুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
মেয়র প্রার্থী সাইফুল আরো বলেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান কয়েকদিন আগে গাবতলী পৌর নির্বাচনে আওয়ামী লীগের জয় কি আসবে সে সম্পর্কে তাদের ক্যাডারদের দিক নির্দেশনা দিয়েছেন যা সমগ্র দেশবাসী বিভিন্ন মিডিয়ার কল্যানে জানতে পেরেছেন। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিনে আমাদের কর্মী আনোয়ার, ওহাব, শ্যামলসহ বহু নেতাকর্মীদের হুমকি ধামকি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ভোটের দিন এবং ভোটের একদিন আগে তারা কেন্দ্র দখলে নিতে মড়িয়া হয়ে উঠেছে। তারা সন্ত্রাস সৃষ্টি করে এলাকায় আতংক তৈরি করতে বিস্ফোরক দ্রব্যসহ অস্ত্র- শস্ত্র মজুদ করছে বলে জানতে পেরেছি।
তিনি আরও বলেন, আমরা শান্তিপুর্ন সহাবস্থানে বিশ্বাসী। আমরা চাই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণ মুলক হউক। শান্তিপুর্ন নির্বাচনের স্বার্থে আমরা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সহায়তা করতে চাই এবং সহযোগিতা চাই।
এসময় উপস্থিত ছিলেন গাবতলি- শাজাহান পুরের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির আহবায়ক ডাক্তার ছাবেদ আলী, আশরাফ হোসেন, বিএনপি আব্দুর রহিম পিন্টু প্রমুখ।