অটোভ্যান চালক হত্যার প্রতিবাদে গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৪ এএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:২৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অটোভ্যান চালক হামিদুল ইসলাম হত্যার প্রতিবাদে ও অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজ বুধবার মহিমাগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের মহিমাগঞ্জ সোনারপাড়া চারমাথায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি এমএ মতিন মোল্লা, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খন্দকার হামিদুল ইসলাম, শ্রমিক নেতা উপাধ্যক্ষ জহুরুল ইসলাম, গোলাম কাদির মিঠু প্রমুখ।
এর আগে অটোভ্যান চালকরা গাড়ি বন্ধ রেখে এখানকার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, গত রবিবার রাতে ব্যাটারীচালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন অটোভ্যান চালক উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় শিংজানী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হামিদুল ইসলাম (৩৬)। পরদিন সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মিয়াপাড়ার একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।