বগুড়া পৌরসভা নির্বাচন: বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪০ এএম, ২৮ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:১৮ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বগুড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য বিএনপি সমর্থিত কাউন্সিলরদের নাম ঘোষনা করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী ১১ নং ওয়ার্ড এ প্রার্থী ফাঁকা রাখা হয়েছে।
আজ বুধবার জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড, একেএম সাইফুল ইসলাম, শহর বিএনপির আহবায়ক মাহবুবর রহমান বকুল ও যুগ্ম আহবায়ক মশিউর রহমান শামিম স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিএনপির দলীয় সমর্থন প্রাপ্ত কাউন্সিলরদের মধ্যে রয়েছেন,
১নং ওয়ার্ডে শাহ মো: মেহেদী হাসান হিমু, ২নং ওয়ার্ডে মো: তৌহিদুল ইসলাম বিটু, ৩নং ওয়ার্ডে ময়নুল হক বকুল, ৪নং ওয়ার্ডে মো: তাজুল ইসলাম, ৫নং ওয়ার্ডে সেয়দ আনোয়ারুল ইসলাম বাবলা, ৬নং ওয়ার্ডে শ্রী পরিমল চন্দ্র দাস, ৭নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন পশারী হিরু, ৮নং ওয়ার্ডে রেজাউল করিম লাবু, ৯নং ওয়ার্ডে মো: আজিজুল হক মঞ্জু, ১০নং ওয়ার্ডে মাহবুবর রহমান লুলকা, ১২নং ওয়ার্ডে মো: এনামুল হক সুমন, ১৩নং ওয়ার্ডে মো: হোসেন আলী, ১৪নং ওয়ার্ডে মো: সাজ্জাদ হোসেন পিন্টু, ১৫নং ওয়ার্ডে মো: এনামুল হক মিলন, ১৬নং ওয়ার্ডে মো: হারুনুর রশিদ সাজু, ১৭নং ওয়ার্ডে আলহাজ্ব আব্দুল গফুর, ১৮নং ওয়ার্ডে এসএম মোর্শেদ মিটন, ১৯নং ওয়ার্ডে মো: দেলোয়ার হোসেন মুক্তার, ২০নং ওয়ার্ডে মো: রোস্তম আলী ও ২১নং ওয়ার্ডে মো: শহিদুল ইসলাম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে রয়েছেন, ১,২,৩ নং ওয়ার্ডে নিলুফা কুদ্দুস, ৪,৫,৬নং ওয়ার্ডে মোছা: হোসনে আরা স্বপ্না, ৭,৮,৯ মোছা: রোকেয়া বেগম রঞ্জনা, ১০,১১,১২ নং ওয়ার্ডে মোছা: শাহিনুর বেগম সানু, ১৩,১৪,১৫ নং ওয়ার্ডে মোছা: শিরিন সুলতানা শিল্পি, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডে মোছা: সুবর্ণা আক্তার মুক্তি, ও ১৯,২০,২১ নং ওয়ার্ডে মোছা: রেহেনা বেগম রুনু।