শাজাহানপুরে ছুরিকাঘাতে এ্যাম্বুলেন্স চালককে হত্যা, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৪ পিএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১২:১৩ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
এ্যাম্বুলেন্সের পার্কি সুইচ ভাঙ্গাকে কেন্দ্র করে বগুড়ার শাজাহানপুরের শহরতলী ফুলতলা চক কানপাড়ায় ছুরিকাঘাতে জহুরুল ইসলাম(৪৫) নামের এক এ্যাম্বুলেন্স চালককে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ হত্যাকান্ড ঘটে।
নিহত জহুরুল চককানপাড়ার আব্দুল কুদ্দুসের পুত্র। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আজ শনিবার ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল, ফুলতলা চককানপাড়ার মৃত আবুল হোসেনের পুত্র আব্দুস সালাম সেলিম(৪৩), মৃত আফতার শেখের পুত্র হারুন প্রামাণিক(৫০) ও আব্দুল সেলিমের পুত্র সাদিক(২০)।
জানা গেছে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলাকা থেকে এ্যাম্বুলেন্স ভাড়ায় চালায় জহুরুল ইসলাম। শুক্রবার সন্ধায় ভাড়া ঠিক করা নিয়ে অন্যদের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে এ্যাম্বুলেন্সের পার্কি সুইচ ভাংচুরের ঘটনা ঘটে। রাত সাড়ে ১২ টার দিকে জহুরুল মেডিকেল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হোটেল নাজ গার্ডেনের পিছনে কানপাড়ায় প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। ওই অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) রাজু কামাল বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জড়িতদের চিহিৃত করেছে। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় ৬ জনকে এজাহারনামীয় ও ৩/৪জনকে অজ্ঞাত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।