১০ মাস ব্যাপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন সমন্বয় সভা বিএনপি মুক্তিযুদ্ধের দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৮ এএম, ২৭ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:১৬ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় সমন্বয় সভা মঙ্গলবার বিকেলে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের টিএমএসএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপি’র সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মেয়র ও সুবর্ন জয়ন্তী উৎসব উদযাপন কমিটির রাজশাহী বিভাগীয় আহবায়ক মিজানুর রহমান মিনু। তিনি বলেন, পহেলা মার্চ থেকে বিএনপি ১০ মাস ব্যাপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বলে ঘোষনা দেওয়ায় হয়। স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা হচ্ছে। প্রকৃতি মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ছিলেন না তারা মুক্তিযোদ্ধা সেজেছেন। প্রকৃত মুক্তিযুদ্ধের দল বিএনপি। বিএনপির নেতৃত্বে আগামীতে স্বাধীনতার সুফল এদেশের মানুষ ভোগ করবে। বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপমন্ত্রী ও বিএনপির রাজশাহী বিভাগীয় সংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির রাজশাহী বিভাগীয় সদস্য সচিব এ্যাড: রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান ও সাবেক এমপি হেলালুজ্জান তালুকদার লালু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকত ও ওবাইদুর রহমান চন্দন, সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা , আলী আজগর তালুকদার হেনা সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির রাজশাহী বিভাগীয় আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির রাজশাহী বিভাগীয় সদস্য সচিব মাহমুদা হাবিবা, সাবেক ভিপি খায়রুন নাহার মীরু, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির এ্যাড: সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চান, লাভলী রহমান, আহসানুল তৈয়ব জাকির, ডা. মামুনুর রশিদ মিঠু, মাহবুর রহমান বকুল, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, ভিপি কেএম খায়রুল বাশার, নাহিন, এনামুল কাদির এনাম, শহিদউন্নবী সালাম, সাহিদুজ্জামান শাকিল, মাফতুন আহম্মেদ খান রুবেল, এ্যাড. শাহাজাদী লায়লা, শামিম আক্তর পলিন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ মিটুল, আকরাম হাজি, বার সমিতির সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক আজগর আলী, আইনজিবি সমিতির সভাপতি মোজাম্মল হক, মাজেদুর রহমান জুয়েল, সরকার মুকুল, আবু হাসান , নুরে আলম সিদ্দীকী রিগ্যান প্রমুথ উপস্থিত ছিলেন।