ভৈরবে যৌতুকের দাবী পূরণ না করায় স্ত্রীকে নির্যাতন, মামলা তুলে নিতে হুমকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫১ পিএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভৈরবে যৌতুকের দাবী পূরণ না করায় স্ত্রী তমা আক্তার কে শারিরীক ও মানুষিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামী নাছির মিয়া ও শ্বশুর বাড়ীর লোকজন। শুধু তাই নয় গ্রাম্য মাতব্বরদের কাছে বিচার না পেয়ে আদালতে মামলা করায় মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান ভোক্তভোগী তমা আক্তার ও তার পরিবার।
আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব কার্যালয়ে তারা এ অভিযোগ করেন।
এ সময় নির্যাতনের শিকার তমা আক্তার ও তার বাবা কাজল মিয়া জানান, গত ১৬ মার্চ ২০২১ সালে তমা আক্তারের সাথে ভৈরবের কালিকাপ্রসাদ আতকা পাড়া গ্রামের দুদু মিয়ার পুত্র নাছির মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ৩ দিন পর থেকে স্বামী, শ্বাশুড়ীসহ পরিবারের লোকজন ৩ লাখ টাকা এনে দিতে চাপ দেয় তমাকে। গরীব বাবা টাকা দিতে অস্বীকার করায় তমাকে শারিরীক ও মানুষিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়।
এ ঘটনায় এলাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার চেয়ে না পেয়ে পরে আদালতে মামলা দায়ের করেন। মামলা করায় ক্ষিপ্ত হয়ে স্বামীর বাড়ির লোকজন মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। শুধু তাই নয় উল্টো তাদের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করে তমা কে স্ত্রী হিসেবে অস্বীকার করছে, ঘটনার সুষ্ঠ তদন্ত করে ন্যায় বিচার চান তমা আক্তার ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে তমার মা জোসনা বেগম, চাচা মহবুল মিয়া ও মুতি মিয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।