দৌলতপুরে ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৬ এএম, ২৯ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৩৭ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন (৫৫) আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালিদাশপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন ব্যক্তিগত কাজ শেষ করে কালিদাসপুর বাজার থেকে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসকরা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীনের আঘাত খুব গুরুতর না হলেও কিছুটা রক্তক্ষরণ হয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবিদ হাসান জানান, দুর্বৃত্তদের ছুরিকাগাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহত হয়েছেন। তাকে কুষ্টিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আমরা আছি। কারা তাকে ছুরিকাঘাত করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।