সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ ১১ জন নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ এএম, ২৬ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:২৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দেশের বিভিন্ন স্থানে আজ সোমবার সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় ২ স্কুল শিক্ষার্থী, দিনাজপুরের হিলিতে ২ মোটরসাইকেল আরোহী, রংপুরে ২ জন, রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে একজন, মানিকগঞ্জে পথচারী এক নারী, বগুড়ার ধুনটে ২ জন ও দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী এলাকায় মোটরসাইকেলের সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে মোটরসাইকেল নিয়ে ৩ বন্ধু পুখুরিয়া এলাকা থেকে তারা ভাঙ্গার উদ্দেশ্য যাওয়ার সময় পিছন থেকে একটি অজ্ঞাত পরিবহন তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় সংঘর্ষে মোটরসাইকেলটি চূর্র্ণবিচূর্ণ হয়ে এর ২ আরোহী নিহত হয়। এ ঘটনায় মারাত্মক আহত হয় আরও ১ আরোহী। নিহতরা হলো উপজেলার পূর্ব সদরদী গ্রামের আবুল খায়েরের পুত্র সাকিব ফকির (১৬) এবং পুখুরিয়া নাজিরপুর গ্রামের সানোয়ার মাতুব্বরের পুত্র শাহিন মাতব্বর (১৫)। তারা দুজনই ব্রাহ্মণকান্দা এ এস একাডেমির অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থী। ভাঙ্গা থানা হাাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে এবং আহত আরোহীকে উদ্বার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দিনাজপুর : দিনাজপুরের হিলিতে পিকআপ ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মোটর সাইকেলটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ঘাতক পিকআপটি পালিয়ে যায়। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে হিলির বিষাপাড়া সীমান্ত এলাকার পাকা রাস্তার উপর এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি বাজার থেকে কেনাকাটা করে মোটরসাইকেল যোগে দুই আরোহী যাওয়ার সময় তারা বিশাপাড়া নামক এলাকায় পৌছিঁলে একটি পিকআপ সরাসরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মকছেদপুর বানিয়াল পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাখাওয়াত হোসেন (২৪)। বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার তদন্ত ওসি মোস্তাফিজার রহমান বলেন, স্থানীয় মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পিকআপকে জব্দ করা করা সম্ভব হয়নি। দুইজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
রংপুর : রংপুরের হাজিরহাট ও তারাগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হাজিরহাট মেট্রোপলিটন থানার ওসি মোস্তাফিজার রহমান । তিনি জানান, সোমবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে বাস-ট্রাক সংর্ঘষে চাপাপড়ে ইউনুস আলী (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এদিকে তারাগঞ্জের কুর্ষা নামক স্থানে এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়েছে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি কিবরিয়া জানান, লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা : রাজধানীর যাত্রবাড়ীর ধনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। যাত্রাবাড়ির থানার উপ-পরিদর্শক (এসআই) কেএম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে ধনিয়া কলেজের সামনে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে কোন যানবাহনের চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলার তরাব্রীজ এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সোনিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোনিয়া একই উপজেলার গিলন্ড এলাকার মৃত কখর উদ্দিনের মেয়ে। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুপুরের দিকে তরাব্রিজ এলাকায় ওই মহাসড়ক পার হচ্ছিলেন সোনিয়া। এ সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।
বগুড়া : বগুড়ার ধুনট উপজেলার খোকশাহাটা ইটভাটা এলাকায় ধুনট-সোনাহাটা সড়কে রোববার সন্ধ্যায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। নিহতরা হলো- ধুনট উপজেলার পূর্ব কান্তনগর গ্রামের ফারাইজুল হোসেন ও ফকিরপাড়া গ্রামের শামীম হোসেন। হতাহতরা ধুনট উপজেলার খোকশাহাটা এলাকার ভাটা শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, রোববার সন্ধ্যায় ফারাইজুল, শামীম ও ওয়াসিম হোসেন একটি মোটরসাইকেলে উপজেলার পূর্ব কান্তনগর গ্রামে ফিরছিল। তারা ধুনট-সোনাহাটা সড়কে খোকশাহাটা ইটভাটা এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। রাত ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ফারাইজুল ও শামীম মারা যায়। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছেন।
বীরগঞ্জ : বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আজিজার রহমান। আজ সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও-সৈয়দপুর মহাসড়কের ২৫ মাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজার রহমান বীরগঞ্জে উপজেলার ভোগনগর ইউনিয়নের এলায়গা এলাকার মনছুর আলীর ছেলে। স্থানীয় ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান পান্না বলেন, আজিজার রহমান ভোরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মাহানপুর এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের ২৫ মাইল এলাকায় অজ্ঞাত একটি পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ামিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণেই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।