সুবর্নজয়ন্তী উৎসব উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমন্বয় সভায় অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ এএম, ২৬ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:২৩ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
স্বাধীনতার সুবর্নজয়ন্তীর উৎসব পালন উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিটির সমন্বয় সভার পর্যায়ক্রমে জেলাওয়ারী কর্মসুচির অংশ হিসেবে গতকাল রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
নগরীরর একটি কমিউনিটি সেন্টারে বিকেলে আয়োজিত এ সমন্বয় সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়াউর রহমানের আহবানে সাড়া দিয়ে যেসব মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীরপ্রতিক, উপাধিতে ভূষিত হয়েছিলেন সে সমস্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত দল বিএনপি। আর এই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি সুবর্নজয়ন্তী উৎসব পালন করবে জাকজমকপুর্ন জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে।
রাজশাহী থেকেই সুবর্নজয়ন্তীর উৎসব সরকার পতনের আন্দোলনের রুপ নেবে। এই দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। তারা বলেন, বেগম খালেদা জিয়াকে বন্দী ও তারেক রহমানকে প্রবাসে রেখে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎসব হতে পারেনা। তাই আসুন আমরা এই সুবর্নজয়ন্তী উৎসবকে আন্দোলনে রুপ দেই।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালিউল হক রানার পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সুবর্নজয়ন্তী উৎসব পালন কমিটির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সাংসদ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সুবর্নজয়ন্তী উৎসব পালন কমিটির সদস্য সচিব ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস দুলু। বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় নির্বাহী ত্রান ও পুনর্বাসন সম্পাদক রাজশাহী মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ শফিকুল হক মিলন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নজরুল ইসলাম খোকা, জিয়া পরিষদ কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তা, ড্যাব কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, আইনজীবী ফোরাম নেতা এ্যাডঃ মাইনুল হাসান পান্না।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন শ্রমিকদল রাজশাহী জেলা শাখার নেতা ইশারুল হক ইশা, তাতীঁদল নেতা শহীদুল ইসলাম, মহিলাদলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এ্যাডঃ রওশন আরা পপি, যুবদল মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মিলু।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটি রাজশাহী বিভাগীয় সদস্য সচিব মাহমুদা হাবিবা, সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটি কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মহসিন, জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটি সদস্য দেওয়ান শাহীন, সুবর্ণ জয়ন্তী উদ্যাপন কমিটি সদস্য খায়রুন্নাহার খানম মিরু।
বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাবেক সভাপতি এ্যাডভোকেট এরশাদ আলী ইশা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডঃ মাসুদুল হাসান খান মুক্তা, নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি প্রফেসর আক্তার হোসেন, জাথয়িতাবাদী শিক্ষক ফোরাম রাবি শাখার সবাপতি ঈস্খফেসর হাবিবুর রহমান, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাাদক রবিউল আলম মিলু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি ইশার উদ্দিন ইশা, মহানগর কৃষক দলের সবাপতি ওয়াদুদ হাসান পিন্টু, সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক রওশন আরা পপি, অধ্যক্ষ সখিনা খাতুন, নুরুন্নাহার ও গুলশান আরা মমতা।
এছাড়াও যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসরাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনিসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আরো বলেন, ভোটারবিহীন রাতের অন্ধকারে ভোটে নির্বাচিত সরকারেরর গলাবাজ মন্ত্রী এমপিরা মিথ্যাকে ব্যাপক প্রচার করে সত্যতে পরিনত করছে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস দেশবাসীকে জানানোর জন্য শহীদ জিয়ার উনিশ দফা কর্মসুচির চিত্র তুলে ধরতে হবে। আওয়মীলীগ যে ভোট চোরের দল তা সমগ্র পৃথিবী দেখেছে। গত ১৮ সালের নির্বাচনে দেখেছে। এখনও দেখছে পৌরসভার নির্বাচনে। দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনতে এ সরকারকে উৎখাতের জন্য স্বাধীনতা সুবর্নজয়ন্তী উৎসব আন্দোলনে রুপ দিয়ে রাজপথে লাখো মানুষের সমাবেশ ঘটানো। রাজশাহী মহানগরকে অচল করে দেওয়া হবে। রাজশাহী মহানগরী থেকেই আন্দোলনের সুত্র ছড়িয়ে পড়বে এই দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।