বিএনপির দুর্গ রাজশাহীতে উম্মুক্তস্থানে জমকালো অনুষ্ঠান করে সুবর্নজয়ন্তীর উদ্বোধন করা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৬ এএম, ২৫ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০৬:২০ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির দুর্গ রাজশাহী জেলার ইউনিয়ন উপজেলা ও গ্রাম পর্যায়ে সুবর্নজয়ন্তীর উৎসব পালন করে এ অবৈধ সরকারকে জানিয়ে দেওয়া হবে এদেশের ৮৫ ভাগ মানুষ শহীদ জিয়ার দল বিএনপিকে ভালোবাসে। এ লক্ষে মাসব্যাপী কর্মসুচির উদ্বোধনকে ডিজিটাল প্রচারের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উৎসব পালন উপলক্ষে রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির ধারাবাহিক জেলাওয়ারী সভার রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তাগন এই মত প্রকাশ করেন। এতে রাজশাহী জেলার তৃণমুল পর্যায় থেকে জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ এর সভাপতিত্বে এই সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সুবর্নজয়ন্তী উৎসব উদযাপন কমিটির আহবায়ক সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তাফা মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্নজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সুবর্নজয়ন্তী উৎসব উদযাপন কমিটির সদস্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাদিম মোস্তফা, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিষয়ক সাধারন সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, তাঁতীদলের কেন্দ্রীয় সদস্য দেবাশীষ রায় মধু। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন, সুবর্নজয়ন্তী উৎসব উদযাপন মিডিয়া কমিটির রাজশাহী বিভাগীয় আহবায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন, সুবর্নজয়ন্তী উৎসব উদযাপন মিডিয়া কমিটির রাজশাহী বিভাগীয় সদস্য সচিব রাজশাহীর কৃতি সন্তান মাহমুদা হাবিবা, রাজশাহী সরকারী মহিলা কলেজের সাবেক ভিপি খায়রুন নাহার মিরু।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু বলেন, সুবর্নজয়ন্তী উৎসবকে সরকার পতনের আন্দোলনে রুপ দেওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান। জেলার বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারন সম্পাদকগণ ও আহবায়ক যুগ্ম আহবায়ক গন উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ষ্মরণ করে তিনি আবেগঘন বক্তব্য রাখেন। পরে কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।