আমতলীতে সড়ক দূর্ঘটনায় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সম্পাদক আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ এএম, ২৫ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০১:৪৫ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বরগুনার আমতলীতে রবিবার সকাল সাড়ে ৯ টার সময় বরগুনা আমতলী হাসপাতাল গেটের সম্মুখ সড়কে আমতলী কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির মটোরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। আহত হুমায়ুন কবিরকে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেন ।
আমতলী হাসপাতালের গেটের ব্যবসায়ী ও রোগীর সাথে আগত স্বজনরা দীর্ঘদিন যাবৎ হাসপাতাল গেটের সম্মুখ সড়কে একটি স্প্রিড ব্রেকার নির্মাণের জন্য দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি।
‘নৌকায় ভোট দিলে কেন্দ্রে যাবেন, না হলে যাবেন না’ পাথরঘাটায় বললেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে শুরু হবে বরগুনা পাথরঘাটা পৌরসভা নির্বাচন। আর এই নির্বাচনে নৌকায় ভোট দিলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, না হলে যাওয়ার দরকার নেই।
শনিবার (২৩ জানুয়ারি) রাতে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের নৌকার পথসভায় এমন কথা হুঁশিয়ারি দিয়েছেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন। ইতিমধ্যে সেই ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে।
এনিয়ে পৌর এলাকায় সাধারন ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। একথা শুনে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আতংক বিরাজ করছে। সাধারণ ভোটারদের দাবি যে করেই হোক নিরপেক্ষ নির্বাচন হতে হবে।
এ বিষয়ে পাথরঘাটা রিটার্নিং কর্মকর্তা ইউএনও সাবরিনা সুলতানা বলেছেন, আমি ঘটনার সত্যতা যাচাই করে যদি ঘটনার সত্যতা প্রমাণ পাই তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে অভিযুক্ত পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটা একান্ত আওয়ামীলীগের উঠান বৈঠকে। আমার কর্মীদের উদ্দেশ্য করেই আমি একথা বলেছি। এটা কোন সাধারণ ভোটারের জন্য বলা হয়নি। আমি কি এ কথাটুকু আমার দলের কর্মীদের বলতে পারবো না?