বঙ্গোপসাগরে জাহাজডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৮ এএম, ২৪ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৯:০৮ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামক একটি মাছ ধরার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
জাহাজটির মালিক কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘জাহাজে মোট ২৫ জন জেলে ছিলেন। এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চারজন মারা গেছেন। বাকি আটজন এখনো নিখোঁজ আছেন।’
মোহাম্মদ আলী জানান, সকালে হঠাৎ ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হলে জাহাজটি ডুবে যায়। এটি চট্টগ্রামের কর্ণফুলী থেকে এক সপ্তাহ আগে সাগরে গিয়েছিল। মাছ ধরার ওই জাহাজে ২৬ জন ছিলেন।
এদিকে, কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেন্টমার্টিনের কাছে ফিসিংবোট ডুবেছে। চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । এখনো ১০ জন নিখোঁজ রয়েছেন।