ফেনীতে কিশোর গ্যাং'র ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৮ পিএম, ২৫ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ১২:১৪ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ফেনীর পাঁচগাছিয়া কিশোর গ্যাং'র ছুরিকাঘাতে আহত সেই যুবক সজিব উল্লাহ (২২) চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মারা গেছেন। ২৪ জুলাই রোববার দুপুরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সজীবের বাবা বাদী হয়ে ফেনী মডেল থানা সজিবের বাবা মো. সোলেমান মামলা দায়ের করলে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
ধরাছোঁয়ার বাইিরে আসামি শামীম, সুমন, রিফাত, আফসার, আজাদ ও সুজন নিহত সজিব দাগনভুইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইয়ার নুরুল্লাহপুর গ্রামের মো. সোলেমানের ছেলে।
জানা যায়, গত ৯ জুলাই ঈদের আগের দিন সকালে জেলার দাগনভূঁইয়া উপজেলার জায়লস্কর ইউনিয়নের নুরুল্যাপুর-সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রতনপুর সংযোগ সড়কের ব্রিজের সামনে ফুটবল খেলাকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল কিশোর শামীম, সুমন, রিফাত, আফসার, আজাদ ও সুজন সবাই মিলে তৌহিদ ও সজিবকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে দুইজনকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে তৌহিদকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে গেলেও সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এঘটনায় সজিবের বাবা মো. সোলেমান বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। সজিব উল্লাহ লাইফ সাপোর্টে থেকে মৃত্যুর সাথে লড়ে ১৫ দিন পর রবিবার দুপুরে মারা যান।
এদিকে আহত পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সুষ্টু তদন্তের মাধ্যমে হামলাকরীদের উপযুক্ত বিচার দাবী করা হয়েছে।
এলাকাবাসীরা জানান অভিযুক্তকারীরা রতনপুর স্কুলের মেয়েদের উত্যক্ত, ইভটিজিং সহ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত তাদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।