সমাপ্তির পথে আমতলীতে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত নির্মাণ কাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২০ পিএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৫৩ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বরগুনার আমতলীতে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। এখন চলছে শেষ মুহুর্তের অন্যান্য কাজ।
২০১৮ সালের ৮ মে তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী এলাকায় শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা ব্যয়ে এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ করা হচ্ছে। নির্মাণ কাজের উদ্বোধনের পর গত ২ বছরে মূল অবকাঠামোসহ প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কহিনুর এন্টাপ্রাইজ এন্ড মোঃ আব্দুর রশিদ মিয়া (জেভি) ম্যানেজার বাবু ননী গোপাল জানিয়েছেন।
সরেজমিনে নির্মাণাধীন শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ঘুরে দেখা গেছে, সেখানে ইতিমধ্যে অবকাঠামো তৈরীর মূল কাজ সম্পন্ন করা হয়েছে। এখন চলছে ভেতরের অন্যান্য কাজ।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বরগুনার সহকারি প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন মুঠোফোনে জানান, ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা ব্যয়ে আমাদের তত্ত্বাবধানে আমতলীতে শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক বাস্তবায়নকৃত এ প্রতিষ্ঠানটির নির্মাণ কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে।
চাওড়া কালিবাড়ি এলাকার বাসিন্দা সিনিয়র সাংবাদিক খান মতিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠানটির কাজ শুরু হওয়ার পর থেকেই কলেজ সংলগ্ন ও উহার আশে-পাশের জমির মূল্য অনেকগুন বেড়ে গেছে। ওই এলাকায় এখন নতুন নতুন বাড়ি-ঘর দোকানপাট তৈরী হচ্ছে।
বরগুনা-১ (সদর- আমতলী-তালতলী) আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভূ মুঠোফোনে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে সারাদেশের এবং দক্ষিণাঞ্চলের উন্নয়ন। দক্ষিণাঞ্চলের উন্নয়নে সরকার পায়রা বন্দর, জাহাজভাঙ্গা শিল্প, ফরিদপুর থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন প্রভৃতি উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে।