বগুড়ার বিএনপি নেতা এ্যাডঃ শাহীন হত্যা মামলার আসামী সোহাগ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৩ এএম, ২২ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৭:২৯ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বগুড়ার আলোচিত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুব আলম শাহীন হত্যা মামলার পলাতক আসামী সোহাগ সরদার (৩৪) কে দীর্ঘদিন পরে হলেও অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ বগুড়া সদরের বড় কুমিরা দক্ষিন পাড়া এলাকার রঞ্জু সরদার এর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ১৪ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে শহরের উপশহর ১০ তলা ভবনের সামনের পাকা রাস্তার উপর মাহবুব আলম শাহীনের উপর পূর্বপরিকল্পিত ভাবে পথরোধ করে আওয়ামীলীগ ক্যাডাররা ঘিরে ধরে। এরপর অন্যতম ক্যাডার সোহাগ চাকু দিয়ে আঘাত করে শাহীনকে রক্তাক্ত করে।
পরে গুরুত্বর অবস্থায় শাহিনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষনা করে। নৃশংস এই হত্যাকান্ডের পরে আলোচিত ক্যাডাররা গা ঢাকা দেয়। আওয়ামীলীগ ক্যাডার সোহাগ এ্যাডঃ মাহবুব আলম শাহীন হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যার সাথে সরাসরি জড়িত ছিলো বলে জানা যায়।
এ্যাডঃ শাহিন হত্যা ঘটনায় তাঁর স্ত্রী বাদি হয়ে গত ১৬ এপ্রিল ১৯ সালে সদর থানায় মামলা করেন। গত ৩০ জানুয়ারি ২০ সালে মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। এই মামলার ১ নং আসামী ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাবশালী আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম বর্তমানে জামিনে রয়েছেন। সোহাগের বিরুদ্ধে সদর থানায় ১২ সালে এবং ১৪ সালে আরও ২ টি মামলা রয়েছে।