বগুড়া ও টাঙ্গাইলে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত- ৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৭ পিএম, ১৬ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২১ এএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বগুড়ার কাহালুতে প্রাইভেটকার ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১৬ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কালিয়া পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার তানছের আলী (৬০), তার ছেলে টগর আলী (৩৫), মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩৫) ও প্রাইভেটকারচালক পত্নীতলা উপজেলার মান্নুর ছেলে সুমন (৩০)। এ ঘটনায় শাকিল (২০) নামে আরো এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তানছের আলী ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রাইভেটকারে করে তারা নওগাঁ থেকে বগুড়ায় যাচ্ছিলেন। এ সময় কাহাল উপজেলার দরগাহাট এলাকায় পৌঁছলে বগুড়া থেকে নওগাঁগামী একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তানছের আলী, তার ছেলে টগর ও প্রাইভেটকারচালক সুমন। পরে আহত শাকিল ও আব্দুর রহমানকে শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথে আব্দুর রহমানের মৃত্যু হয়।
এ প্রসঙ্গে কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, পিকআপচালকে আটক করা যায়নি। তবে পিকআপটি জব্দ করেছে।
এদিকে টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঢাকাগামী থেমে থাকা বালুভর্তি একটি ট্রাকের পেছনে বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। এতে যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ রেকারের সাহায্যে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।