কুষ্টিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৫তম জন্মবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:৫৯ এএম, ১২ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৫তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার এক আলোচনা সভায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনের বিএনপি মনোনয়ন প্রাপ্ত সংগ্রামী নেতা ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন।
আলোচনা সভায় জাকির হোসেন সরকার বলেন, শহীদ জিয়ার জন্ম না হলে, বাংলাদেশ নামক দেশটির সৃষ্টি হতো না। বাংলাদেশে যত খেতাবধারী বীর মুক্তিযোদ্ধা আছে, তাদের অধিকাংশই বিএনপির রাজনীতির সাথে জড়িত। যারা আজকে মুক্তিযোদ্ধার দল হিসেবে নিজেদেরকে দাবি করে, একজন শহীদ মুক্তিযোদ্ধা সেখানে পাবেন না, একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা সেখানে পাবেন না, তাহলে যুদ্ধটা কিভাবে করলো তারা।
তিনি বক্তব্যে অবিলম্বে দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই, জিয়া পরিষদ খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ভি পি হুমায়ুন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল রহমান রেজা, যোগাযোগ সম্পাদক মনোয়ার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল আওয়াল বাদশা, জেলা বিএনপি নেতা চঞ্চল চৌধুরী, জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ শাহ নেওয়াজ সুমন, সহ স্বাস্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, মিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুবদল নেতা শান্ত, রুবেল, জীবন, সাহেব আলী, সাবেক ছাত্রদল নেতা ইমতিয়াজ দিবস, নাহিদুল ইসলাম রুপল, আশরাফুল ইসলাম অনিকসহ আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং তাঁর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশু রোগমুক্তি জন্যও দোয়া করা হয়।