লালপুরে ট্রাক্টর উল্টে হেলফার নিহত, আহত দুই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৬ পিএম, ৪ জুলাই,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৪২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নাটোরের লালপুরে মাটি ভর্তি ট্রাক্টর উল্টে আওলাদ হোসেন (১৮) নামের ওই ট্রাক্টরের হেলফার নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালক হারুন (১৯) ও রয়েল (৩৫) নামের অপর দুই জন আহত হয়েছে। নিহত আওলাদ উপজেলার রামানন্দপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
গতকাল রবিবার (৩ জুলাই) দিবাগত রাত সোয়া এগারোটার দিকে উপজেলার চংধুপইঁল ইউনিয়নের চাঁনপুর নামকস্থানে এই ঘটনা ঘটে।
লালপুর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাটি বোঝাই করে আসার পথে ট্রাক্টরটি ওই এলাকায় পৌছালে উল্টে যায়। এ সময় গাড়িতে খাকা তিন জনই মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আওলাদ কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত ট্রাক্টরের চালক হারুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং আহত রয়েল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।