পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ এএম, ২০ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৪:১১ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।
তিনি বলেন আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।
পঞ্চমধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ ২রা ফেব্রুয়ারি, বাছাই ৪ঠা ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার ১১ ফ্রেব্রুয়ারি।
এ সময় পূর্বের পৌরসভা নির্বাচন নিয়ে মোহাম্মদ আলমগীর জানান, দু'একটি বিচ্ছিন্ন ঘটনাকে নির্বাচন পরিস্থিতির অবনতি বলা যাবে না। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল বলেও মনে করেন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।
সচিব আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।