বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ, নিহত-১, আহত-১৭
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৫ পিএম, ১৯ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৩৩ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় যাত্রীবাহী বাসটি পাশের খাদে গিয়ে পড়ে, একইসঙ্গে অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিংগাইর-হেমায়েতপুর সড়কের কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ যাত্রী।
নিহত অটোচালক সিংগাইর উপজেলার আঙ্গাড়া গ্রামের দুলু বেপারীর ছেলে শাহ আলম (৩২)।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, কিটিংচর এলাকায় ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি অটোরিকশার। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলেই মারা গেছেন অটোচালক। তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।