একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১১ এএম, ১৯ জানুয়ারী,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:৪৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার বিস্ফোরক অংশে পাঁচ আসামির যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন।
আজ সোমবার দুপুরে পাঁচ আসামির মধ্যে চার আসামির উপস্থিততে এই রায় ঘোষণা করেন জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমনকারী ট্রাইব্যুনাল বিচারক সাইফুজ্জামান হিরো।
আদালতের রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. আরিফ মাহমুদ লিটন জানান, ২০০৪ সালের ২৭ জুন চরমপন্থীদের বোমা হামলায় নিজ পত্রিকা অফিসের সামনে বোমা হামলায় নিহত হন। খুলনা থানার এস আই মারুফ আহমেদ বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা দায়ের করেন। এই মামলাটি পরবর্তীতে আইনের বিধান অনুয়ায়ী একটি হত্যা এবং অপরটি বোমা বিস্ফোরক অংশে রূপ নেয়।
ইতিপূর্বে হত্যা মামলায় সকল আসামি বেকসুর খালাস লাভ করে। পরবর্তীতে বিস্ফোরক মামলার অংশে অধিকতর তদন্ত হয়। সেই তদন্তে পাঁচ আসামির নামে ৩১ ডিসেম্বর ২০১৫ সালে চার্জশিট দেয়া হয়। এই চার্জশিটে মোট ৫৮ জনকে সাক্ষি দেখানো হয়। কিন্তু দীর্ঘদিনে মাত্র ৮ জন সাক্ষি তাদের সাক্ষ্য প্রদান করেন।
আজ সোমবার আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো আসামি জাহিদ হোসেন, নজরুল ইসলাম, স্বাধীন ওরফে ইকবাল হোসেন, রিপন ওরফে আসাদুজ্জামান ও মাসুম ওরফে জাহাঙ্গীর পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এর মধ্যে মাসুম ওরফে জাহাঙ্গীর পলাতক রয়েছে।