ফেনীতে তিন দিন ধরে নিখোঁজ আমজাদহাটের মাদ্রাসাছাত্রী লিজা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৮ পিএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ১২:৩২ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তারাকুছা গ্রামের মমিনুলের বড় মেয়ে জেমি আক্তার লিজা (০৯) গত ২ জুন বৃহস্পতিবার বিকেলে আমজাদহাট বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
লিজার মা জেসমিন আক্তার জানান, নিখোঁজ লিজা বৃহস্পতিবার বিকেলে আমজাদহাট বাজারে তার জেঠার বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে ফুলগাজী থানায় নিখোঁজ ডায়েরী করেন।
নিখোঁজ লিজা আমজাদহাট ইউনিয়নের নেয়াজ ফয়জুন্নেসা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২য় শ্রেণীতে অধ্যায়নরত। তার বাবা আমজাদহাট ইউনিয়নে জেলের কাজ করেন। এদিকে, তিনদিনেও লিজার খোঁজ না পেয়ে তার স্বজনদের আহাজারিতে বাতাসভারী হয়ে ওঠছে ।
স্থানীয় ইউপি সদস্য ফরিদা আক্তার জানান, আমি নিখোঁজ লিজার বাড়ীতে গিয়ে মায়ের সাথে কথা বলেছি এবং এই বিষয়ে ফুলগাজী থানা প্রশাসনকে অবহিত করেছি। ওনারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, নিখোঁজ লিজার পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে ইতিমধ্যে আমরা আমাদের অনুসন্ধানি কাজ শুরু করেছি।