পাইকগাছায় মৎস্য খামারের ম্যানেজারকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৫ পিএম, ১৮ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০১:১৯ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
পাইকগাছায় সবুজ মৎস্য খামারের ম্যানেজারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ম্যানেজার আলহাজ্ব আব্দুল গফুর গাজী (৪৮) কে গত রোববার সকাল সাড়ে ১১ টার সময় নোয়াল তলা চিংড়ি ঘেরে পিটিয়ে জখম করে। আহত ম্যানেজারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, গদাইপুর ইউনিয়নের নোয়াল তলা মৌজায় আলহাজ্ব মরহুম ফসিয়ার রহমানের সবুজ মৎস্য খামারের ৬শ বিঘা আয়তনের একটি চিংড়ি ঘের রয়েছে। চিংড়ি ঘেরটি বর্তমানে পরিচালনা করছে ফসিয়ার রহমানের ছেলে আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ। গত প্রায় ৩০ বছর যাবৎ ফসিয়ার রহমানের পরিবার শান্তিপূর্ণভাবে চিংড়ি ঘেরটি পরিচালনা করে আসছে। লীজ নেয়া ঘেরের চলমান মেয়াদ এখনো ৮ বছর রয়েছে।
২০২০ সাল পর্যন্ত সকল জমির মালিকদের হারির টাকাও পরিশোধ রয়েছে। এদিকে গদাইপুর গ্রামের কতিপয় কিছু লোক গত শনিবার চিংড়ি ঘেরে জোরপূর্বক বাসা বাঁধা ও জবর দখলের চেষ্টা করে। এ ঘটনায় সবুজ মৎস্য খামারের পক্ষ থেকে ৭ জনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে রোববার সকাল সাড়ে ১১টার দিকে চিংড়ি ঘেরে অবস্থানরত ম্যানেজার গোপালপুর গ্রামের মৃত জমির উদ্দীন গাজীর ছেলে আলহাজ্ব আব্দুল গফুর গাজীর ওপর হামলা করে। এ সময় প্রতিপক্ষ গদাইপুর গ্রামের মৃত ছাকাত সরদারের ছেলে সাহেব আলী সরদার, ছেলে আয়ুব আলী সরদার ও আয়ুব আলী গাজী সহ প্রতিপক্ষদের ৭/৮ জন লোক বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে আহত অবস্থায় ম্যানেজার গফুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানাগেছে। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের হয়েছে বলে আহতের ভাই জিএম রশিদুজ্জামান জানিয়েছেন।