ভালুকায় খেলার সময় বজ্রপাতে দু’মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ এএম, ৩ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ১১:৫৯ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
আকাশমনি গাছের নীচে দু’বান্ধবী খেলার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেয়ার পর অপর জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ময়মনসিংহের ভালুকার রাজৈ ইউনিয়নের পনাশাইল এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, ওই গ্রামের দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী একই গ্রামের আজাহারুল ইসলামের কন্যা মানসুরা মীম ও পাশর্^বর্তী মোহনা গ্রামের সোহাগ মিয়ার কন্যা সাফা মারওয়া ঘটনার সময় মাদ্রাসার সামনে আকাশমনি গাছের নীচে বসে খেলা করছিল। দুপুর আনুমানিক দেড়টার দিকে আকস্মিক বজ্রপাত আকাশমনি গাছের উপর পড়ে গাছটি ভেঙ্গে যায়। গাছের নীচে থাকা মানসুরা মীম(০৯) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় অপর বান্ধবী সাফা মারওয়া(১০) কে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় জোহরের নামাজ চলছিল। বজ্রপাতের বিকট শব্দে পাশের মসজিদের মুসুল্লীগন হতবিহ্বল হয়ে পড়েন। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় পাশাপাশি গ্রামে দু’জনের মৃতদেহ দেখতে গ্রামের নারী-পুরুষ আবালবৃদ্ধবনিতা এসে ভীড় করছে দু’বাড়ীতে। নিহতের স্বজনদের কান্নায় বাতাস ভাড়ী হয়ে উঠছে। সান্তনা দেবার ভাষা কারো জানা নেই। দু’টি ফুটফুটে শিশুর মরদেহ দু’বাড়ীর উঠানে রাখা হয়েছে। শত শত উৎসুক জনতা ভীড় করছে।
ঘটনাস্থলে ভালুকা মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।