জয়পুরহাটে ১ জনের যাবজ্জীবন, অন্যজনের ২০ বছর কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ১৯ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:৩২ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জয়পুরহাটে অস্ত্র মামলায় ১জনের যাবজ্জীবন ও অপর জনকে ২০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামীদের অনুপস্থিতে এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো কালাই উপজেলার তালুকদার পাড়ার চপল আবু কায়সারের ছেলে মাসুদুর রহমান সুজন ও ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান সুমন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ০৭ এপ্রিল বিকেলে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মাসুদুর রহমান সুজন ও মোস্তাফিজুর রহমান সুমনকে গ্রেপ্তার করে র্যাব।
এ ঘটনায় পরের দিন ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। আসামীরা জামিন নিয়ে পলাতক রয়েছেন।