কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশেই ভুড়িভোজের আয়োজন!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ পিএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৩৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশেই ভুড়িভোজের আয়োজন চলছে।
শনিবার সকাল থেকে পৌরসভার ১৩নং ওয়ার্ডের বারখাদা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১০০গজ দূরত্বে প্রকাশ্যে বিরিয়ানি রান্নার হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কাউন্সিলর প্রার্থী রবিউল ইসলাম সমর্থকদের জন্য এ আয়োজন করেছেন।
এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন্নাহারের জানান, বিষয়টি আমি জানিনা, আপনার নিকট থেকে শুনলাম। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
বিষয়টি জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস.এম তানভির আরাফাতকে অবহিত করা হয়েছে। এর আগে সকাল থেকে কুষ্টিয়ার চারটি পৌরসভায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়।
শনিবার সকাল আটটায় সবগুলো কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এবার জেলায় চারটি পৌরসভার মধ্যে কুমারখালী পৌরসভা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে ভোট নেয়া হচ্ছে। বাকি কুষ্টিয়া সদর, ভেড়ামারা, মিরপুর পৌরসভা ভোটগ্রহণ হচ্ছে।