বিএসএফের গুলিতে বাংলাদেশির প্রাণহানি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৫ এএম, ১৬ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৮:১২ পিএম, ৪ নভেম্বর,সোমবার,২০২৪
সীমান্ত হত্যা নিয়ে কতশত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু সেগুলোর কার্যকারিতা কখনোই দেখা যায়নি। এই ‘ধারাবাহিক হত্যাকাণ্ড’র সর্বশেষ সংযোজন আবুল কালাম আজাদ নামের ৩০ বছর বয়সী এক যুবক।
আজ শুক্রবার সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন তিনি।
জানা যায়, আবুল কালাম আজাদসহ ৪-৫ জনের একটি দল আজ ভোরে সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান। এ সময় সীমান্তের ওপার তথা ভারত থেকে গুলি করে বিএসএফ সদস্যরা। আবুল কালাম আজাদের মাথা ও গলায় গুলি লাগে। সহযোগীরা হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার।
নিহত আবুল কালাম আজাদ ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।
ঝালঙ্গী বিজিবি ক্যাম্পের নায়ক সুবেদার জালাল সর্দ্দার বলেন, এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই। বিষয়টি নিয়ে প্রয়োজনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আবারও আলোচনায় বসা হবে।