সীতাকুণ্ডে সেনা সদস্যের হাতে নারী প্রহৃত, থানায় পাল্টা পাল্টি অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ১৫ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৪:১৮ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় মাঝামাঝি পাড়া ভোলাই বাড়ি জমির বিরোধ নিয়ে পূর্বের শক্রতার জের ধরে সেলিনা সুলতানা (৩৮)পিটিয়ে আহত করেছে সেনা বাহিনীর এক সদস্য ইউছুফ রাজু (৩২)।
সেলিনা সুলতানা বলেন, সে সেনা বাহিনীতে কর্মরত থেকে বাড়িতে ছুটিতে এসে গতকাল শনিবার সকাল ১০টায় মারামারি বা হামলার উদশ্য নিয়ে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে সেলিনাা তার জবাব দিলে, তাকে টেনে হিছড়ে তার ভাই বাহার (৪০)সহ তার সাথে সঙ্গে থাকা অজ্ঞাত ২/৩জন বেধড়ক মারধর করে জামা কাপড় টেনে হিছড়ে ছিড়ে দেই। এই সময় ঘরে থাকা তার ননদ রেহেনা বেগম (৩০) ও নুরনাহার বেগম (৫০) ঘর থেকে বের হয়ে ভাবিকে ছুটাতে আসলে তাদেরকে বেদড়ক মারধর ও শ্লীলতাহানি করে। খবর পেয়ে সেলিনার ম্বামী আব্দুল মাবুদ ঘটনার স্থলে ছুটে আসলে কিছু বুজার আগে তাকেও বেদড়ক ভাবে পিটিয়ে আহত করে। তাদেরকে স্থানীয় লোক জন উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তী করে চিকিৎসা নেই।
এই ঘটনায় সেলিনা সুলতানা বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি লিখিত অভিযোগ করে। এই দিকে বাড়িতে ছুটিতে আসা সেই সেনা সদস্য সীতাকুণ্ড থানায় পাল্টা আর একটি লিখিত অভিযোগ দায়ের করে, সেই সেনা সদস্য ইউছুফ রাজু (৩২), তিনি বলেন শনিবার সকাল ১০টা, আমি আমার গাছ থেকে আম পাড়তে গেলে আমাকে বাধাদেয়, অকথ্য ভাষায় গাল মন্দ করে। মহিলারা আমাকে হামলা করে, বাধ্য হয়ে তাদের গায়ে হাত তুলেছি। আমার চেচা মেছি শুনে আমার ভাইরা ঘর থেবে বের হয়ে আসলে হাতা হাতির ঘটনা ঘটে।
এইদিকে সীতাকুণ্ড থানার অভিযোগের তদন্ত কর্মকর্তা এমরান হোসেন বলেন, আগামী কাল রবিবার সন্ধায় থানায় একটি বৈঠক দিয়েছি সালিশে বৈঠকের মধ্যমে নিস্পতি করা হবে।