কেশবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৩ পিএম, ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০৪ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
যশোরের কেশবপুরে স্বামীর ছুরিকাঘাতে আহত মেরিন (২২) নামে এক গৃহবধূর চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১১ মে) দুপুর দেড়টার দিকে হাসপাতালে মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গৃহবধূ মেরিন উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রিপন হোসেনের স্ত্রী।
গৃহবধূর মামা রফিকুল ইসলাম বলেন, গত দুই বছর আগে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফা গাজির ছেলে আনিছুর রহমান রিপনের (২৪) সাথে একই উপজেলার গড়ভাঙ্গা গ্রামের আজাদ হোসেনের মেয়ে মেরিন খাতুনের বিয়ে হয়। বিবাহর কিছুদিন পর থেকে রিপন তার স্ত্রী মেরিনকে কারনে অকারনে মারধর করতো। গত ৩ মে ইদুল ফিতরের দিন রাতে কোমলপানীয় খাওয়া নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হয়। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে মেরিনকে তার স্বামী ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে মেরিন গুরুতর আহত হলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দুপুরে মেরিনের মৃত্যু হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।