বগুড়ায় নাইট গার্ডকে মারপিটের ঘটনায় কৃষক লীগের দুই নেতা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ এএম, ১৫ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৪৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন ডাক বাংলোর নাইট গার্ড গোলাম মোস্তফাকে মারপিটের ঘটনায় বগুড়া জেলা কৃষক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় ডাক বাংলোর কেয়ার টেকার সাইফুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বুধবার রাত ১০ টার দিকে এঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ওই দুই নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া শহরের মালগ্রাম দক্ষিন পাড়া এলাকার মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে জেলা কৃষক লীগের সদস্য বজলুর রহমান বকুল (৫০) ও শহরের সুত্রাপুর এলাকার আলতাফ আলী ফকিরের ছেলে জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান তুষার (৪৫)।
মামলাসূত্রে জানা যায়, বুধবার রাত ৯.৫০ এর দিকে গার্ড গোলাম মোস্তফা মেইন গেটে দায়িত্ব পালনের সময় ওই দুইজন ডাক বাংলোর মেইন গেট দিয়ে অনধিকার ভাবে প্রবেশ করলে গার্ড তাদেরকে বাধা প্রদান করে। এসময় ক্ষিপ্ত হয়ে গার্ডকে মারপিট করে। তার চিৎকার শুনে আমি এগিয়ে এলে আসামীরা আমাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, গার্ডকে মারপিটের ঘটনায় তুষার ও বকুলকে স্থানীয় লোকজন ধরে পুলিশে দেয়। এঘটনায় মামলা হয়েছে।