গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৮ এএম, ১৫ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:১৯ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে মুক্ত করা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদ, দেশে ফিরিয়ে আনা এবং দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মহানগর বিএনপির উদ্যোগে গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার সকালে ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননীর নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নেন সহ-সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মাহবুবুল হক গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, কাউন্সিলর হাসান আজমল ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, কাউন্সিলর তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, ভিপি শরাফত হোসেন, মোস্তাফা আনোয়ার, সাবেক কাউন্সিলর খায়রুল ইসলাম, নূর মোহাম্মদ, আব্দুল আউয়াল, আক্তার হোসেন, খান জাহিদুল ইসলাম, মো: হেমায়েত উদ্দিন হারুন, সাইদুল আলম জুয়েল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইমরান হোসেন আরিফ, ছাত্রদল নেতা রোহানুজ্জামান শুক্কুর, বেলায়েত হোসেন, জিএস সোহেল রানা ও সাব্বির আহমেদ প্রমুখ।
শহরের রাজবাড়ি সড়কে মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন। এ সময় কয়েকশ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, ভোটের আগের রাত সীল মেরেছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি ভোটাধিকার পুনরুদ্ধারের ঘোষণা করেন। সভায় বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন।