কুষ্টিয়া পৌরসভা নির্বাচন-শেষ দিনেও গণসংযোগ, প্রচারনা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৩ এএম, ১৫ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৪:৩৬ এএম, ১৬ নভেম্বর,শনিবার,২০২৪
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনেও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বশিরুল আলম চাঁদের পক্ষে দিনব্যাপী ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারনা চালিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল থেকে কুষ্টিয়া পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড, এনএস রোড, বাবার আলী গেট, লাভলী টাওয়ারসহ বাড়ী-বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারিদের কাছে গিয়ে তারা বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বশিরুল আলম চাঁদের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের উৎসাহ প্রদান করেন কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য।
এ সময় নির্বাচনী প্রচারনায় অংশ নেন কুষ্টিয়া সদর - ৩ আসনের বিএনপির সংসদ সদস্য মনোনীত প্রার্থী, সদর উপজেলা সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, শহর বিএনপির সংগ্রামী সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সভাপতি আলামিন কানাই, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, কুষ্টিয়া সদর থানা ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল আওয়াল বাদশাসহ বিএনপি এবং তাঁর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জাকির সরকারের শোডাউন দেখে কুষ্টিয়া পৌর এলাকার বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিনের নিরবতা ভেঙ্গে রাস্তায় নেমে আসে। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌরসভার বিভিন্ন এলাকা।
প্রচারণা কালে জাকির সরকার বলেন, 'কোনো অপশক্তির ভয়ে ঘরে বসে থাকবেন না। আপনারা ভোটকেন্দ্রে আসুন, সকাল সকাল ভোট দিবেন। প্রত্যেক দল একে অপরের প্রতি সহনশীল, সম্মানজনক এবং রাজনীতিসুলভ আচরণ প্রত্যাশা করছি।' তিনি আরো বলেন ভোট আপনার সাংবিধানিক অধিকার, আপনার ভোট আপনি দিবেন যাকে পছন্দ তাকে দিবেন।