ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ওষুধ উদ্ধার, ট্রাক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৪ এএম, ১৫ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৩৮ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ভারত থেকে পণ্য নিয়ে আসা একটি ট্রাক বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনাল থেকে বুধবার রাত ৯টার সময় ২০০ বোতল ফেনসিডিল ও বিভিন্ন প্রকার ওষুধ আটক করেছে কাস্টমস। এ সময় ড্রাইভার পালিয়ে গেলেও ফেনসিডিল ও ওষুধ রাখার অপরাধে WD A ৬৬০৩ নম্বর ট্রাকটি আটক করা হয়।
বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম জানান কমিশনার আজিজুর রহমান স্যারের কাছে একটি খবর আসে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা একটি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধ ওষুধ এনে বেনাপোল স্থলবন্দরের টিটিআই টার্মিনালে অবস্থান করছে।
এমন সংবাদে তার নির্দেশনায় ডিসি অনুপম চাকমা সঙ্গীয় একটি টিম নিয়ে সেখানে অভিযান চালালে ২০০ বোতল ফেনসিডিল ও ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধসহ ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।