বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন ৩ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৭ এএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৫০ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুসারে অত্র গ্রুপের ২ বছর মেয়াদের কার্যনির্বাহি কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচন ২০২১ আগামি ৩ এপ্রিল শনিবার ঘোষিত তফশিল মোতাবেক অনুষ্ঠিত হবে।
বগুড়া মোটর মালিক গ্রুপের নির্বাচন বোর্ডের-২০২১ এর চেয়ারম্যান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বুধবার এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুসারে সদস্য ভর্তি রেজিস্টার যাচাই ২৫ জানুয়ারী থেকে ১ ফেব্রুয়ারী পর্যন্ত। ২-৭ ফেব্রুয়ারী ব্লু-বুক যাচাই, টি আই এন নম্বর যাচাই, ১টি স্ট্যাম্প সাইজের ছবি, ব্লু-বুক ও টি আই এন সনদ পত্রের ফটোকপি গ্রহণ। ৮ ফেব্রুয়ারী নির্বাচন বিধি প্রকাশ। ১২ ফেব্রুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশ। ১৩-১৬ ফেব্রুয়ারী খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে আপিল। ১৭-২০ ফেব্রুয়ারী আপিল শুনানী ও নিষ্পত্তি। ২৮ ফেব্রুয়ারী চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ১ মার্চ মনোনয়ন পত্র বিতরণ। ২ মার্চ মনোনয়ন পত্র দাখিল। ৩ মার্চ মনোনয়ন পত্র বাছাই। ৪মার্চ মনোনয়ন পত্র দাখিলকারীর নাম প্রকাশ। ৫মার্চ মনোনয়ন প্রকাশের বিরুদ্ধে আপিল। ৬ মার্চ আপিল শুনানী ও নিষ্পত্তি। ৭ মার্চ মনোনয়ন পত্র দাখিলকারীগণের চুড়ান্ত তালিকা প্রকাশ। ৯ মার্চ প্রার্থীতা পদ প্রত্যাহার। ১০ মার্চ প্রতীক বরাদ্দের আবেদন গ্রহণ। ১১ মার্চ প্রতীক বরাদ্দ। ২০-৩০ মার্চ পরিচয় পত্র সরবরাহ।
গোপন ব্যালটের মাধ্যমে এপ্রিলের ৩ তারিখে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে। ভোট শেষে গণনা ও ফলাফল প্রকাশ। ৪ এপ্রিল ফলাফলের বিরুদ্ধে আপিল, আপিল শুনানি ও নিষ্পত্তি, নির্বাচিত বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ। ৫ এপ্রিল ১৯ পদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন এবং ঐ দিনই শপথ গ্রহণ শেষে দায়িত্বভার হস্তান্তর।