বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ এএম, ১৪ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:২২ এএম, ৫ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
খুলনাঃ খুলনা ব্যুরো জানায়, দেশের ১৬ কোটি গণতন্ত্রকামী মানুষের হৃদয়ের স্পন্দনের নাম তারেক রহমান। মিথ্যা আর ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তার জনপ্রিয়তা কমানো যাবে না। দেশের মানুষ আগামী নেতৃত্বে তারেক রহমানকে দেখতে চায়, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সেই স্বপ্ন মুছে ফেলা যাবে না। মানুষ জানে বর্তমান মামলাবাজ সরকার দেশের ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে অর্থাৎ এদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে ১২ বছর যাবৎ নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। সরকার মনে করছে, এই অত্যাচার-নির্যাতন মামলার হুলিয়া দিয়ে এ দেশের গণতন্ত্রকামী মানুষকে দমন করে রাখা যাবে। কিন্তু বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশের মানুষ সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গণতন্ত্রকে অর্জন করেছে এবং বাংলাদেশের মানুষ এবারো তাদের বুকের রক্ত দিয়ে এই গণতন্ত্রকে রক্ষা করবে।
আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বেলা সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু উপরোক্ত মন্তব্য করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, শেখ মুশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন, শেখ আব্দুর রশিদ, এস এ রহমান বাবুল, শেখ আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, রেহানা ইসা, অ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মেহেদী হাসান দিপু, শেখ সাদী, নাজমুল হুদা সাগর, অ্যাড. মশিউর রহমান নান্নু, আবু সাইদ শেখ, সাইমুল ইসলাম রাজ্জাক, হেমায়েত হোসেনসহ আরও অনেকে। আসাদুজ্জামান মুরাদ ও ওহিদুজ্জামান রানার পরিচালনায় মানববন্ধন কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
রংপুরঃ স্টাফ রিপোর্টার, রংপুর জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা, গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রংপুর মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন বাবলু। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদ, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, জেলার যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ডালেস, প্রচার সম্পাদক ফিরোজ আলম, মহানগরের সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপু, মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুর রহমান জাহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকিবুল ইসলাম মনু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোকসেনুল আরেফীন রুবেল, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মুরাদ ইসলাম তিতু, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক রজব আলী সরকার, জেলা তাঁতী দলের আহবায়ক ফজলে এলাহী ডিউক, সদস্য সচিব মোঃ নাজিউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পদক আল ইমরান সুজন, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন, মুনতাসির মামুন, স্বেচ্ছাসেবক দলের এপোলো চৌধুরী, শ্রমিক দলের মনিরুল ইসলাম মিন্টু। বক্তাগণ অতিসত্বর তারেক রহমানের নামে মিথ্যা মামলাসহ গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
নরসিংদীঃ স্টাফ রিপোর্টার, নরসিংদী জানান, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শত শত মামলা দিয়ে আজ পর্যন্ত কোনো মামলা প্রমাণ করতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কারণ তিনি এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আর এটিই বর্তমান ভোটারবিহীন, অবৈধ সরকার ও প্রধানমন্ত্রীর আতঙ্কের কারণ।
গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দফতর সম্পাদক আমিনুল হক বাচ্চু, যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভি.পি নাসির, ছাত্রদলের সিদ্দিকুর রহমান নাহিদ প্রমুখ।
নেত্রকোনাঃ নেত্রকোনা প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট প্রদান ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপি বুধবার সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করে।
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, পৌর বিএনপির আহবায়ক আব্দুল ওয়াহাব ভূঁইয়া, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা তাঁতীদলের সভাপতি আজিজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ, জেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন ও সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকশেদুল আলম রাজিব প্রমুখ।
জামালপুরঃ জামালপুর প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বুধবার দুপুরে স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, বিএনপি নেতা শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সোহেল রানা খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
হবিগঞ্জঃ হবিগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মানববন্ধন করেছে হবিগঞ্জ জেলা বিএনপি। বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের প্রধান সড়কের শায়েস্তানগর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই বিশাল মানববন্ধনে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। এ সময় কিছু সময়ের জন্য প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ বলেন, আওয়ামী লীগ একটি জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে। বিএনপি কোনো কর্মসূচি দিলেই পুলিশের অতিউৎসাহী কর্মকর্তারা বাধা সৃষ্টি করেন। কিন্তু তাদের জানা নেই, মামলা-হামলা করে বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না। প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে হলেও বিএনপির কর্মসূচি পালন করা হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, এম জি মোহিত, অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, আজিজুর রহমান কাজল, নুরুল ইসলাম নানু, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মিয়া মোঃ ইলিয়াছ, জালাল আহমেদ, আকদ্দুস মিয়া বাবুল, তুষার আহমেদ চৌধুরী, হাজী লুৎফুর রহমান, মুজিবুল হক মারুফ, অ্যাডভোকেট এম এ কাদির, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, শাহ রাজীব আহমেদ রিংগন, এম হাফিজুল ইসলাম প্রমুখ।
টাঙ্গাইল : স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অবিলম্বে সরকারকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিল করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তারেক রহমানই হচ্ছেন এদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। তিনি যেদিন এদেশে ফিরে আসবেন, সেদিনই এই সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর তাদের এতো ক্ষোভ, প্রতিহিংসা।
কুড়িগ্রাম : স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও মামলা বাতিলের দাবিতে কুড়িগ্রামে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহ-সভাপতি জহুরুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, অর্থনীতি বিষয়ক সম্পাদক অ্যাড. আশরাফ আলী, কুটির শিল্প সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, সাংবাদিক রেজাউল করিম রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আবু দারদা হেলাল, রিজন সরকার, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সম্পাদক সাওন, সোহেল রানা, আবু সাইদ শিথিলসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন ১/১১’র সরকার থেকে শুরু করে বর্তমান সরকার তারেক রহমানের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের মাধ্যমে তাকে হেয় করার চক্রান্ত করছে। বর্তমান সময়ে গ্রেফতারি পরোয়ানা জারি তারই অংশ বলে উল্লেখ করে অবিলম্বে মামলা ও গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি করেন বক্তারা।
নোয়াখালী : নোয়াখালী প্রতিনিধি জানান, আওয়ামী লীগ নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (১৩ জানুয়ারি) নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা কৃষক দলের সভাপতি অ্যাড. রবিউল হাসান পলাশসহ অনেকে।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রমাণ করে দেশে আইনের শাসন নেই। একটি দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে এ পরোয়ানা জারি করা হয়েছে। তারা এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওমর ফারুক বাদী হয়ে তারেক রহমানকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ ফখরুল আবেদীন শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মাদারীপুর : মাদারীপুর প্রতিনিধি জানান, নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠনের প্রতিবাদে পুলিশি বাধার মুখেও মাদারীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে মাদারীপুর জেলা বিএনপি বুধবার সকাল ১০টায় মাদারীপুর জেলা বিএনপির সদস্যসচিব জাহান্দার আলী জাহানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক অ্যাড. জামিনুর হোসেন মিঠুর পরিচালনায় শহরের পুরান বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান, জেলা যুবদলের সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, সাধারণ সম্পাদক মোঃ ফারুক বেপারী প্রমুখ। অন্যান্যের মধ্যে বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতব্বর, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন বেপারী, মোঃ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইরাদ মুন্সি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাকিরসহ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।