বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৭ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৯:১৯ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে একটি লাইটার জাহাজ ডুবে ১২ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছেন বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।
আজ শনিবার (১৬ এপ্রিল) বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে লাইটার জাহাজটি ডুবেছে। এতে থাকা নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে।
লে. কমান্ডার আব্দুর রহমান আরও জানান, কোস্টগার্ডের একটি জাহাজও ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।