চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৩ পিএম, ১৬ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০২:১০ পিএম, ২৫ নভেম্বর,সোমবার,২০২৪
চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ইমন নামে আরও এক কিশোর। তার বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের পাহাড়তলী থানার ঈদগা কাঁচা রাস্তামাথা এলাকায় একটি চা–দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম নগরের মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। নিহত ফাহিমের বাবা মোহাম্মদ জহির বলেন, তাঁর ছেলেকে যাঁরা মেরেছেন তাঁদের শাস্তি চান। কেন মেরেছেন, তিনি জানেন না।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, পাহাড়তলী থানার পার্শ্ববর্তী নগরের হালিশহর এলাকায় একটি মেলায় বন্ধুবান্ধবের সঙ্গে যায় ফাহিম। মেলা থেকে ফেরার পথে ফাহিমের সঙ্গে বন্ধুদের তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে ফাহিম ও তার বন্ধু ইমনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছে ইমন।
ওসি মোস্তাফিজুর রহমান আরও বলেন, কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে স্পষ্ট করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেলা থেকে ফেরার পথে বন্ধুবান্ধবের সঙ্গে তর্কাতর্কির জেরে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।