পাইকগাছার দেলুটি ইউনিয়নের ১১২ পরিবারে পানির ট্যাংক বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৯ পিএম, ১৩ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ১০:৩৮ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
পাইকগাছার দেলুটি ইউনিয়নের ১শ’১২টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে জলবায়ু অভিযোজন উদ্যোগের অংশ হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে জিসিসিএফ প্রকল্পের আওতায় ইউনিয়নের ১০২ নারী প্রধান পরিবার ও ১০ গ্রাম পুলিশ সহ ১শ’১২ পরিবারের মাঝে ২ হাজার লিটার ধারণ ক্ষমতা সহ পানির ট্যাংক বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে জুম এ্যাপস এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনডিপি কর্মকর্তা অশোক অধিকারী, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, সুকুমার কবিরাজ, রণধীর মন্ডল, সুপদ রায়, কিংশুক রায়, বিশ্বজিৎ রায়, নিরাপদ দফাদার, চম্পক বিশ্বাস, প্রীতিলতা ঢালী, ডালিম রায় ও ইউপি সচিব নিরাপদ মল্লিক।