জামালপুরে জাল নোটের মামলায় দুই জনকে কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৯ পিএম, ১০ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৬:২১ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
জামালপুরে জাল টাকার মামলায় দুই জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে আদালত।
আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক মোঃ জুলফিকার আলী খাঁন এই রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ আগষ্ট রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পুঠিয়ার পাড় গ্রামে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের মোজাফফর আলীর ছেলে আব্দুল মজিদ ও ধনবাড়ী উপজেলার রুপশান্তি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো: উজ্জলের নিকট থেকে মোট ৪টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরের দিন পুলিশ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় তিনজনের নামে মামলা দায়ের করে। এরপর সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালে মামলায় ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে বিচারের পর আজ রায় ঘোষণা করা হয়। রায়ে আসামী আব্দুল মজিদ ও মো: উজ্জলকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক মোঃ জুলফিকার আলী খাঁন। কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল নামে একজনকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নির্মল কান্তি ভদ্র ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ ও মুহাম্মদ বাকী বিল্লাহ।