তিনদিনের মাথায় আবারও রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ পিএম, ৮ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:৫৮ পিএম, ৩১ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে চলমান বাস ধর্মঘট প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ফলে তিনদিনের মাথায় রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন, মালিক ও শ্রমিক নেতাদের সাথে বৈঠক শেষে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ তথ্য নিশ্চিত করে আসিব আহসান বলেন, আলোচনায় মালিক ও শ্রমিক পক্ষের নেতাদের মধ্যে ভুলবোঝাবুঝির অবসান হওয়ায় রাত সাড়ে ১০টা থেকে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো: আবু বকর সিদ্দীক, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), মিনহাজুল আলম, সহকারী পরিচালক (ইঞ্জি),বিআরটিএ ফারুক আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ইউনিয়নের নেতা ও মালিক নেতারা অংশ নেন।